সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ
জনগণের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বিগত ৩ বৎসরে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। নবজাতকের মৃত্যু হার হ্রাস পেয়ে ২০১9 (এসভিআরএসএস-২০১৮) সালে প্রতি হাজারে 28.7 এ দাঁড়িয়েছে, যা ২০১8 সালে ছিল ২9। মাতৃ মৃত্যু হ্রাস পেয়ে বর্তমানে প্রতি লক্ষ্যে জীবিত জন্মে ১৬৯ (এসভিআরএস-২০১8) -এ দাঁড়িয়েছে, যা ২০১8 সালে ছিল ১72। ম্যালেরিয়া, যক্ষ্মা এবং এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব রয়েছে। গ্রামীণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে ১৬৯ টি কমিউনিটি ক্লিনিক যথাযথ জনবল ও পর্যাপ্ত ঔষধ (২৭ রকমের ঔষধ) দিয়ে কার্যকর ভাবে চালু রয়েছে, যা গ্রামীণ জনগণের স্বাস্থ্য উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।
বৈশ্বিক মহামারী কোভিড-১৯ মোকাবেলার জন্য মানিকগঞ্জ জেলার নিয়ন্ত্রনাধীন উপজেলা সমূহে জরুরী ব্যবস্থাপনায় চিকিৎসক, নার্স, টেকনোলজিষ্ট নিয়োগ/ পদায়ন দেয়া হয়েছে।
কোভিড-১৯ পরীক্ষার সুযোগ বৃদ্ধির জন্য আরটিপিসিআর ল্যাবরেটরী সম্প্রসারণ
ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল স্থাপন
কোভিড-১৯ রোগী চিকিৎসার জন্য আইসিইউ বেড, ভেন্টিলেটর, হাইফ্লোনাজল ক্যানুলা, অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ
এছাড়াও -
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস